ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুইডেনের সিদ্ধান্তের প্রভাব

সীমান্তে নতুন অভিবাসী প্রবেশে কড়াকড়ি ডেনমার্কের

প্রকাশিত: ০৩:৫৮, ৬ জানুয়ারি ২০১৬

সীমান্তে নতুন অভিবাসী প্রবেশে কড়াকড়ি ডেনমার্কের

ডেনমার্ক জার্মান সীমান্তে পর্যটক প্রবেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শেনজেন এলাকা নামে পরিচিত ইউরোপের ভিসা মুক্ত অঞ্চল ফের প্রতিবন্ধকতার মুখে পড়ল। ডেনমার্ক এই সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘণ্টা আগেই সুইডেন ডেনমার্ক থেকে আসা পর্যটকদের বিষয়ে অনুরূপ কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। খবর এএফপির। সীমান্তে কড়াকড়ি আরোপের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। বার্লিন বলেছে, ২০ বছর আগে প্রতিষ্ঠিত ভিসা মুক্ত শেনজেন এলাকা এখন ‘হুমকির’ মধ্যে পড়েছে। গৃহযুদ্ধ থেকে বাঁচতে ইউরোপমুখী অভিবাসীদের ঢল নামার পর ইউরোপের দেশগুলো এখন আর সীমান্ত আগের মতো উন্মুক্ত রাখতে চাইছে না। শেনজেন চুক্তির আগে থেকে নর্ডিক চুক্তিবলে সুইডেন ও ডেনমার্কের মধ্যে পর্যটকদের অবাধ যাতায়াতের সুযোগ ছিল। ১৯৫০ এর দশকের পর এই প্রথম দুদেশের সীমান্তে পর্যটকদের এখন থেকে আইডি কার্ড দেখাতে হচ্ছে। সুইডেনের দেখাদেখি ডেনমার্ক যে এমন সিদ্ধান্ত নিয়েছে তা দেশটি প্রধানমন্ত্রী রাসমুসেনেরে কথা থেকে জানা যায়। তিনি বলেছেন, সুইডেনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আমরা এই পদক্ষেপ নিয়েছি... এটি খুব একটা আনন্দের কথা নয়। এটা স্পষ্ট যে ইইউ নিজের বা অন্য দেশের সীমান্ত রক্ষা করতে সমর্থ নয়। তাই অনেকটা বাধ্য হয়েই সীমান্ত রক্ষামূলক পদক্ষেপ নিতে হচ্ছে। গত বছর সুইডেনে অভিবাসনের আবেদন জমা পড়ে ১ লাখ ৬৩ হাজার। একই সময়ে ডেনমার্কে জমা পড়ে ২১ হাজার আবেদন। শেনজেন চুক্তিতে অবশ্য বিশেষ পরিস্থিতিতে ছয় মাসের জন্য সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের অনুমতি দেয়া আছে। এদিকে ডেনমার্কের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। ভূমিকম্প সহনীয় বাড়ি যেসব দেশে ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা তার একটি হলো লাতিন আমেরিকার চিলি। সেখানকার বাড়িঘরগুলো সাধারণত ভূমিকম্প সহনীয় করেই তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র, জাপান ও নিউজিল্যান্ডের পরই চিলি ভূকম্পসহনীয় প্রযুক্তি উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে। রাজধানী সান্টিয়াগোতে দুমাস আগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ রকম একটি ভবন তৈরির কাজ শেষ হয়েছে। এএফপি প্রথম স্মার্ট স্পুন যেসব বাচ্চা শাকসবজি খেতে চায় না তাদের জন্য স্মার্ট স্পুন আনছে একটি কোম্পানি। এতে রয়েছে একটি বাটন ও ব্লুট্রুথ। যাতে চাপ পড়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে একটি খেলনা। প্রযুক্তি বাজারে এ ধরনের পণ্য এটাই প্রথম। বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হতে যাওয়া বিশ্বের সর্ববৃহত প্রযুক্তি পণ্য মেলা সিইএসে এটি আসছে বলে সোমবার জানান হয়েছে। -এএফপি।
×