ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনজুরির কারণে হপম্যান কাপে খেলতে পারছেন না আমেরিকান তারকা

সরে দাঁড়ালেন সেরেনা

প্রকাশিত: ০৫:৩৭, ৫ জানুয়ারি ২০১৬

সরে দাঁড়ালেন সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতেই চোট-শঙ্কায় সেরেনা উইলিয়ামস। নতুন মৌসুমে খেলতে যাওয়া নিজের প্রথম টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে বাধ্য হলেন তিনি। মূলত ইনজুরির কারণেই সোমবার হপম্যান কাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। বাঁ পায়ের হাঁটুর প্রদাহজনিত কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও হপম্যান কাপে খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। এ বিষয়ে টুর্নামেন্টের পরিচালক পাউল কিলডেরি বলেন, ‘সে এখানে খেলার জন্য সব ধরনের চেষ্টাই করেছিল কিন্তু আজ (সোমবার) সকালে বাধ্য হয়েই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’ এই ইভেন্টে খেলার আগেরদিনও অুনশীলন করেছিলেন সেরেনা। কিন্তু তা আর হয়নি। মৌসুমের প্রথম এই টুর্নামেন্টে আমেরিকান তারকার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের এলিনা ভিতলিনা। কিন্তু শেষ পর্যন্ত সেরেনার বদলি হিসেবে খেলেন ভিকে ডুভাল। তবে ভিতলিনার কাছে নিজের প্রথম ম্যাচেই হারতে হলো সেরেনার স্থলাভিষিক্ত হওয়া ডুভাল। সোমবার প্রথম ম্যাচে ভিতলিনা ৬-৪ এবং ৬-১ গেমে হারান ভিকে ডুভালকে। অন্য ম্যাচে আলেক্সন্ডার ডলগোপোলভ ৬-৪ এবং ৬-২ গেমে হারান জ্যাক সককে। ২০১৪ সালে ইউএস ওপেন জিতে বছর শেষ করেছিলেন সেরেনা উইলিয়ামস। এরপর অপ্রতিরোধ্য গতিতেই নতুন মৌসুমের শুরু করেন তিনি। গত বছরের প্রথম তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সবতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কৃষ্ণকলি। সেইসঙ্গে দ্বিতীয়বারের মতো ‘সেরেনা সøাম’ জয়ের মাইলফলকও স্পর্শ করেন সেরেনা। এরপর দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন প্রথমবারের মতো ‘ক্যালেন্ডসøাম’ জয়ের রেকর্ডেরও। কিন্তু দুর্ভাগ্য আমেরিকান টেনিস তারকার। সেমিফাইনাল থেকেই ছিটকে পড়েন তিনি। তাকে হারিয়ে চমক উপহার দেন ইতালিয়ান টেনিস তারকা রবার্টা ভিঞ্চি। ইউএস ওপেনের সেই হারের পর গত বছর আর কোন প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করেননি তিনি। এমনকি বছরের শেষ মেজর টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালস থেকেও নিজের নাম সরিয়ে নেন ২১ গ্র্যান্ডসøাম জয়ের মালিক। তবে রেকর্ড গড়েই গত মৌসুম শেষ করেন তিনি। শেষ মুহূর্তে গড়েন টানা ১৫০ সপ্তাহ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার বিস্ময়য়কর কীর্তি। প্রত্যাশা ছিল হপম্যান কাপ দিয়েই নতুন মৌসুম শুরুর। কিন্তু চোট আর হতে দিল না সেরেনা উইলিয়ামসকে। তবে হতাশ নন সেরেনা।
×