ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চসিক-বিজিএমইএ চুক্তি সই

চট্টগ্রামে প্রতিষ্ঠিত হচ্ছে এ্যাপারেল জোন

প্রকাশিত: ০৫:২৯, ৫ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে প্রতিষ্ঠিত হচ্ছে এ্যাপারেল জোন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় সিটি কর্পোরেশনের মালিকানার প্রায় সাড়ে ১০ একর জায়গায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘এ্যাপারেল জোন’। এ জোন প্রতিষ্ঠা করবে পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। গত রবিবার সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন সেন্টারে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তিতে সই করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, কালুরঘাটে এ ভূমি ৪০ বছরের জন্য ইজারা নিয়েছে বিজিএমইএ। চট্টগ্রামে পোশাক শিল্পের উন্নয়নের স্বার্থে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। সেখানে নির্মিত হবে কমপক্ষে ১০টি ৭ তলা ভবন। প্রতিটি ফ্লোরের আয়তন হবে ২০ হাজার বর্গফুট। আর প্রতিবর্গফুটের ভাড়া নির্ধারিত হয়েছে ১০ টাকা হারে। বিজিএমইএ সূত্র জানায়, সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় ২ বছরের মধ্যে নির্মিত হবে ভবনগুলো। আর সে সব ভবনে যারা বরাদ্দ পাবে তারা বিজিএমইএর মাধ্যমে মূল্য পরিশোধ করবে। চুক্তির শর্ত অনুযায়ী শিল্প উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে পারবে না চসিক। বরাদ্দ পাওয়া শিল্প মালিকের সঙ্গে চুক্তি নবায়ন হবে প্রতি ১০ বছর পর পর। সিটি কর্পোরেশন ও বিজিএমইএর মধ্যকার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম সচিব মিকাইল শিপার ও বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু। কালুরঘাটে এ্যাপারেল জোন সৃষ্টির এ উদ্যোগটি পোশাক শিল্পের উন্নয়নের পাশাপাশি সিটি কর্পোরেশনের জন্য একটি আয়বর্ধক প্রকল্পও।
×