ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোহিনূর কেমিক্যালসের লভ্যাংশ বেড়েছে

প্রকাশিত: ০৪:০৭, ২৯ নভেম্বর ২০১৫

কোহিনূর কেমিক্যালসের লভ্যাংশ বেড়েছে

সমাপ্ত হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যালসের লভ্যাংশ ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) বাড়লেও কমেছে শেয়ারপ্রতি আয় (ইপিএস)। সমাপ্ত বছরে কোম্পানিটির লভ্যাংশ বেড়েছে ২০ শতাংশ, এনএভি বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৩১ শতাংশ। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯ টাকা ১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৩২ টাকা ৩৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার কেয়া কসমেটিকসের সভা ১ ডিসেম্বর ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী সভা আগামী ১ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সেখানে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম)-সংক্রান্ত সিদ্ধান্ত নেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এদিকে একই দিনে বিকাল ৪টায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্যও পর্ষদ সভা আহ্বান করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৪ হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়। বার্ষিক শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৯ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ২৭ কোটি ১ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×