ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রকিবুর ও বুলবুলের জামিন বহাল

প্রকাশিত: ০৬:১৬, ১০ আগস্ট ২০১৫

রকিবুর ও বুলবুলের  জামিন বহাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান। ১৯৯৬ সালের কেলেঙ্কারি মামলায় আগামী ১৬ আগস্ট পর্যন্ত তাকে এ জামিন দিয়েছেন আদালত। রবিবার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবির তাদের জামিন মঞ্জুর করেন। এছাড়াও একই মামলায় এবং বুলবুল সিকিউরিটিজের এমডি শহিদুল হক বুলবুলকেও জামিন দেয়া হয়। জানা যায়, আগামী ১৬ আগস্ট বিকেল ৩টায় এই মামলার তাদের জবানবন্দী নেয়া হবে। এ বিষয়ে বুলবুল সিকিউরিটিজের এমডি শহিদুল হক বুলবুল সাংবাদিকদের বলেন, জামিনের বিষয়টি একটি গতানুগতিক প্রক্রিয়া। কেননা এর আগেও আমি জামিন পেয়েছিলাম। এখন পুঁজিবাজারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে আর সেখানে এ জামিন রায়কে আবার ঘোষণা করা হয়েছে। আর এতে সেই জামিনই বহাল থাকল। এ জামিনের মেয়াদ কতদিন তা জানতে চাইলে তিনি বলেন, এর নির্দিষ্ট কোন মেয়াদ নেই।
×