
পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে হজ্জ শ্রেষ্ঠতম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ পালনকারীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে। কবুল হজ্জের পুরস্কার জান্নাত। সঠিক জ্ঞান এবং প্রস্তুতি ছাড়া হজে¦র মত গুরুত্বপূর্ণ এবাদত পালন করা কঠিন। হজের সঠিক কর্ম সম্পাদনের ফযীলত অর্জনে নিয়মমাফিক বিধিগুলো পালনে ব্যর্থ হলে হজের উদ্দেশ্যই ব্যাহত হয়। হজ্জের প্রতিটি কর্ম সম্পাদনের লক্ষ্যে বাস্তব প্রতিকৃতি স্থাপন করে হজ¦ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আরাফাত হজ ট্রাভেলস।
শনিবার (১৭ মে) সকাল ১০ টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ও উপজেলা জামে মসজিদ মাঠে এ হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হজ প্রশিক্ষণ কর্মশালায় নিবন্ধিত ৭৯ জন হজ¦যাত্রী এবং ৪৫ জন ওমরাহ হজ¦যাত্রী সহ হাতিয়ার বিভিন্ন আলেম ওলামা অংশগ্রহণ করেন।
আরাফাত হজ¦ ট্রাভেলস্ স্বত্তাধিকারী হাজী আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ কর্মশালায় মূল বিষয়বস্তু নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিয়া মাদ্রাসার মুহতারিম মাওঃ মুফতি মোস্তফা আল কাশেমী, খাসের হাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজাম উদ্দিন ও মাওলানা সামছুল হুদা।
প্রশিক্ষণে হাজ যাত্রীদেরকে হজের ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব কাজগুলি ব্যাপার জানানো হয়। তারপর ইহরাম পরিধান, তালবিয়া পাঠ, তাওয়াফ, সাঈ, আরাফায়, মুজদালিফা, মিনায় অবস্থান, শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানী ইত্যাদি বিষয়ে বাস্তবভিত্তিক প্রতিকৃতি স্থাপন করে হজ¦যাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
ব্যতিক্রমধর্মী হজ যাত্রীদের জন্য এ ধরনের কর্মশালার আয়োজক হাজী আবদুর রহিম জানান, গতানুগতিক প্রশিক্ষণগুলো কেবল মাত্র একটি রুমে ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়। আমরা এই প্রথম বড় পরিসরে মাঠে প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে হাজীদের জন্য করণীয় বিষয়াদি হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতে করে হজের আমলগুলো সঠিক ভাবে আদায় করা হাজীদের জন্য সহজতর হবে।
রিফাত