ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তিতাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি॥

প্রকাশিত: ১৪:৫৮, ১৩ মে ২০২৫; আপডেট: ১৫:০০, ১৩ মে ২০২৫

তিতাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার তিতাস থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় এজহারনামীয় আসামি উপজেলার কড়িকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শাহ আলম সরকার ও কড়িকান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ সদস্য মো. রুবেলকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. শাহ আলম সরকার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি (মধ্যপাড়া) গ্রামের মৃত কমর আলীর ছেলে ও মো. রুবেল একই ইউনিয়নের কলাকান্দি গ্রামের জসিম উদ্দিনের ছেলে৷

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ৷

সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের নিজ বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ বলেন, তিতাস থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কড়িকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শাহ আলম সরকার ও কড়িকান্দি ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ সদস্য মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়৷

আফরোজা

আরো পড়ুন  

×