ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী।।

প্রকাশিত: ১৪:৪৮, ১৩ মে ২০২৫

কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের গাববাড়িয়া ক্লোজার সংলগ্ন নদীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ ভেসে এসেছে। মঙ্গলবার সকালে খাপড়াভাঙ্গা নদীর জোয়ারে মৃতদেহটি ভেসে বড়ইতলা নামক স্থানে আটকে যায়।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে মৃতদেহটি ভেসে আসার খবর পেয়ে পুলিশ ও নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নদীতে মৃতদেহ ভেসে আসার খবরে সকাল থেকে উৎসুক মানুষ নদী তীরে ভিড় করেন। আনুমানিক ৩০–৩৫ বছর বয়সী এ যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়রা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করেন। মৃতদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

আফরোজা

আরো পড়ুন  

×