ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইউনিভার্সেল নার্সিং কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজন

আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত

প্রকাশিত: ১৯:০৮, ১২ মে ২০২৫

আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত

ছবি: জনকণ্ঠ

প্রতি বছরের ন্যায় এবারও ১২ই মে, সোমবার সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে “আন্তর্জাতিক নার্স দিবস”। এরই ধারাবাহিকতায় আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী এবং আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনিভার্সেল নার্সিং কলেজ, ঢাকার যৌথ আয়োজনে আলোচনা সভা, নার্স সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল নার্সিং কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। প্রধান অতিথি বলেন, "যখন কেউ নার্স হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে শুধু একটা পেশা নয়—একটা দায়িত্ব, একটা সেবা, আর ভালোবাসায় ভরা পথ বেছে নেয়। সে নিজের জীবন উৎসর্গ করে অন্যের পাশে থাকার জন্য।" 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ও ইউনিভার্সেল নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উপদেষ্টা ও ইউনিভার্সেল নার্সিং কলেজের পৃষ্ঠপোষক প্রতিনিধি ডা. এ কে এম জাফর উল্লাহ্, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ব্রিগে. জেনা. অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক (অব.), ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ উত্তম কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এইচআর, এডমিন ও সাপ্লাই চেইন পরিচালক কর্ণেল (অব.) ইফতেখার আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. কাজী রফিকুল আলম, ইউনিভার্সেল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সুলতানা শাহানা।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরা নার্স, বিভিন্ন শ্রেণীর সেরা নার্সিং শিক্ষার্থী ও সেরা নার্সিং শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেয়া হয়। সেইসাথে নার্সিং সেবা নিয়ে আলোচনার পাশাপাশি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

এএইচএ

×