ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নিজ উদ্যোগে বিএনপির অফিস খুলে চাঁদাবাজি, আটক বিএনপি কর্মী

কালিদাস রায়, নাটোর জেলা

প্রকাশিত: ১৯:০২, ১২ মে ২০২৫

নিজ উদ্যোগে বিএনপির অফিস খুলে চাঁদাবাজি, আটক বিএনপি কর্মী

ছবি: জনকণ্ঠ

নাটোরের সিংড়ায় নিজ উদ্যোগে বিএনপির নামে অফিস খুলে চাঁদাবাজির ঘটনায় হাজী কুদ্দুস আকন্দ নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার রাতে উপজেলার বামিহাল বাজারের অফিস থেকে থেকে দেশীয় অস্ত্রসহ হাজী কুদ্দুস আকন্দ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
  
সিংড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হাজী কুদ্দুস আকন্দ তাঁর ব্যক্তিগত উদ্যোগে বামিহাল বাজারে বিএনপির একটি পার্টি অফিস তৈরি করেন। এরপর থেকে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পুকুর দখলসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। কুদ্দুসের এমন কর্মকান্ডের বিষয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করে এলাকাবাসী। এরপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অফিসটিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুদ্দুস পালানোর চেষ্টা করেন। তবে তাকে আটক করতে সক্ষম হন সেনাবাহিনীর সদস্যরা। 

রফিকুল ইসলাম আরও জানান, কুদ্দুস আকন্দকে আটকের পর তার পার্টি অফিসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র টেঁটা ও বল্লম উদ্ধার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। কুদ্দুস আকন্দের বিরুদ্ধে সিংড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ জানান, সুযোগ সন্ধানী হাজী কুদ্দুস আকন্দ আগে বিএনপি করলেও পরে আওয়ামী লীগের পক্ষে কাজ করেন। ৫ আগস্টের পরে তিনি পুনরায় বিএনপির কর্মী সেজে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তবে তিনি কোন নেতার নিয়ন্ত্রণে থেকে এসব কাজ করছে তা আমার জানা নেই। ব্যক্তিগতভাবে বিএনপির দলীয় কার্যালয় করে মানুষকে নির্যাতন করা এবং হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম এবং দলের সুনাম নষ্ট করায় দলের পক্ষ থেকে হাজী কুদ্দুস আকন্দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএইচএ

×