ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ঠিক ছিল? জেলে জামায়াত নেতাদের মুখোমুখি মান্না

প্রকাশিত: ১৩:৪১, ১২ মে ২০২৫; আপডেট: ১৩:৪২, ১২ মে ২০২৫

মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ঠিক ছিল? জেলে জামায়াত নেতাদের মুখোমুখি মান্না

মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। টকশোতে তিনি জেলে থাকা অবস্থায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে যে আলাপ হয়েছিল, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

টকশোতে মাহমুদুর রহমান মান্না বলেন,‘আমি জেলে যখন ছিলাম, আমি অল টুগেদার পাঁচ বছর জেলে ছিলাম তিনটার্মে। লাস্ট টার্মে আমি ছিলাম বেশি করে বিডিয়ারদের সঙ্গে আর জামায়াত ইসলামের সঙ্গে। জেলে তো ওরাই আছে। আই ফাউন্ড অ্যা লট অফ ভেরি গুড পিপল, ডিসেন্ট পিপল। তাদের সাথে আমি কথা বলেছি মন খুলে। ওনারাও আমার কাছে মন খুলে কথা বলেছেন।’

মাহমুদুর রহমান মান্না বলেন,‘আমি তাদেরকে বলেছি, আপনারা কি মনে করেন মুক্তিযুদ্ধে আপনাদের যে ভূমিকা ছিল, সেটা কি ঠিক ছিল?’

তিনি বলেন,‘আমি নাম বলব না, কিন্তু তাদের একেবারেই প্রথম সারির নেতা, দুই একজন আমাকে বলেছেন, “এই জবাব আমাদের কাছে চাইলে কি হবে? এই জবাব আমি দিলেও কি আপনি সন্তুষ্ট হবেন?” আমি বুঝিনি। 
তখন তারা বলে যে, “দেখেন, আমরা কথা বলেছি। জুনিয়র যারা আছি, সিনিয়রদের বলেছি যে, আপনারা মুক্তিযুদ্ধের অপরাধ বা দোষ বা যাই মনে করেন স্বীকার করে যদি জনগণকে বলেন, তাহলে তো আমাদের বিরুদ্ধে আর কারো কথাই থাকে না।”’

মান্না জানান,‘সিনিয়ররা তখন বলছে যে, “যতই বল, আমরা তো একটা বিশ্বাস থেকে সেটা অপোজ করেছি। আমরা তো বাংলার স্বাধীনতার বিরোধিতা করিনি। আমরা মনে করেছি, এর ফলে ভারত এসে যে প্রভুত্ব করবে, তার বিরোধিতা করেছি।’

 

 


সূত্র:https://tinyurl.com/4mykhyms

আফরোজা

আরো পড়ুন  

×