ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বেলাবতে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো সহস্রাধিক রোগী

সংবাদদাতা বেলাব, নরসিংদী

প্রকাশিত: ২১:২৫, ১ মে ২০২৫

বেলাবতে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো সহস্রাধিক রোগী

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নরসিংদীর বেলাবতে ডা. মো: রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়েছে প্রায় হাজার লোককে।

আজ ১ মে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নারায়নপুর ইউনিয়নের গোবিন্দপুর হাজী আলী আকবর আইডিয়াল স্কুলে এই ক্যাম্পের কার্যক্রম চলে। এই ক্যাম্পে ঢাকা থেকে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (ইএনটি), ইএনটি বিশেষজ্ঞ, এমবিবিএস, বিসিএস, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন,ডা. মো.রহমত উল্লাহ পাভেল, গণস্বাস্থ্য ফিজিওথেরাপি হাসপাতালের অর্থোপেডিক, নিউরোলজিক্যাল ও স্পটর্স ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম ওয়াজিব( পিটি), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (এম.বি.বিএস, এফসিপিএস পার্ট- ১) গাইনী ডা. তানিয়া আকবর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ডা. তাসনুবা আক্তার, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের (এম. বি.বি.এস, সিএম,ইউ ( আলট্রা) মেডিসিন ও ডায়াবেটিস ডা. মোঃ ওমর ফারুক এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও চর্মরোগের ডা. মোঃ পলাশ মাহমুদ।

আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় এক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের ফাউন্ডেশনের পক্ষ হতে বিনামূল্যে ঔষধ ও সরবরাহ করা হয়। বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।

আখি বেগম (২৯) জানান, সকালে জানতে পারলাম যে আজকে ডাক্তার ফ্রি রোগী দেখবে। খবর পেয়ে আমি ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলো।

চিকিৎসাসেবা নিতে আসা বাতেন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-কাশিতে ভুগছি সাথে গাড় ব্যাথা। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখাতে পারলাম।’ সাথে ঔষুধ ও পাইলাম।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শিমুল মিয়া জানান, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ডা. মো. রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. রহমত উল্লাহ পাভেল জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সারা দিনে প্রায় এক হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার