
ছবি: জনকণ্ঠ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে একটি ফলের বাগানে হামলা চালিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলেছে। বুধবার গভীর রাতে পেশকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক রফিকুল ইসলাম সিঙ্গাপুরপ্রবাসী। তিনি মৃত ফজলুল শেখের ছেলে। কষ্টার্জিত অর্থে তিনি এলাকায় জমি কিনে শখ করে একটি ফলের বাগান গড়ে তোলার চেষ্টা করছিলেন। বাগানটির দেখভাল করতেন তার ছোটভাই আলামিন হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আম, জাম, লিচু, পেয়ারা, মাল্টা, কমলা, বাতাবি লেবু ও ছবেদাসহ বিভিন্ন জাতের প্রায় ৫০টিরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর বয়স ছিল দেড় থেকে দুই বছর।
স্থানীয় বাসিন্দা শিমুল মোল্লা ও নয়ন শিকদার বলেন, “প্রবাসী রফিকুল একটি সুন্দর বাগান তৈরি করছিলেন। হঠাৎ সকালে এসে দেখি সব গাছ কেটে দেওয়া হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক কাজ।” বাগান মালিকের ভাই আলামিন হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে গোয়েন্দা পুলিশ আমাকে অবহিত করেছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শহীদ