
মহান মে দিবস উপলক্ষ্যে হালুয়াঘাট উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১ মে)।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সকলকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মে দিবসে শ্রমজীবী মানূষের কল্যাণের জন্য বৈষম্যহীন এবং সাম্য, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শপথ নিতে হবে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে হালুয়াঘাট পৌর শহরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণির সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত সমাবেশের পর রঙ-বেরঙের পতাকাসহ দলীয় পতাকা ও বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাটের পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা মার্কেটে এসে শেষ হয়।
শ্রমিক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি শ্রমিক কৃষক মেহনতি বান্ধব রাজনৈতিক দল। বিএনপি মেহনতি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ব করতেন। সে পরিচয়ে আমরাও গর্বিত।
আমরা একজন শ্রমিকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী। আমরাও শ্রমিক, হালুয়াঘাটের কয়লা শ্রমিক, পরিবহণ শ্রমিক, ঘর শ্রমিক, ধানকল শ্রমিক, কৃষি শ্রমিক, রিক্সা-অটো রিক্সা শ্রমিকসহ শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানে সকলকে উদ্যোগী হবার আহবান জানিয়ে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে নিজের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। তিনি শ্রমিক কৃষক মেহনতি মানূষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার কথা সমাবেশে উল্লেখ করেন।
রিফাত