
ছবি: জনকণ্ঠ
মে দিবস উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের মাঝে মুকসুদপুরে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ মে) দুপুরে মুকসুদপুরের বিশ্বরোড কলেজ মোড়ে উপজেলা ও পৌর শ্রমিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল বাশার টুল্টু বিশ্বাস।
মুকসুদপুর পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শেখ সুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুব দলের আহ্বায়ক মোঃ সাইফুল লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, শ্রমিক দল নেতা মোহম্মদ হাসান, পলাশ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতব্বর, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সরকারি বকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শ্রমিক এবং শ্রম না থাকলে কোনও সভ্যতার ইমারত গড়ে
উঠতে পারত না। আধুনিক বিশ্বের কাঠামো নির্মাণে শ্রমজীবী মানুষের মহান আত্মত্যাগ অপরিসীম। মে দিবস কোনও সাধারণ দিন নয়। শ্রমের মর্যাদায় পরিপূর্ণ চেতনা সমৃদ্ধ একটি বিশেষ দিন। বিশ্বের সকল শ্রমিক জনতাকে স্যালুট জানান।
রবিউল হাসান