
ছবি : সংগৃহীত
দৈনিক আমার দেশের সম্পাদক মহামুদুর রহানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার বেলা ১১টায় আমার দেশ পাঠক মেলার উদ্দ্যেগে বাউফল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশের প্রতিনিধি জলিলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি অতুল চন্দ্র পাল, সাবেক সভাপতি ও জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, নয়াদিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ, অবজারভারের সাংবাদিক আরেফন সহিদ, সমকালের সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, বিএনপির সাবেক সদস্য সচিব অলিয়ার রহমান, উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহবায়ক সসমুয়েল আহমেদ লেনিন প্রমূখ।
বক্তারা অভিলম্বে আমার দেশের সম্পাদক মাহামুদুর রহমানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে অভিলম্বে মামলা প্রত্যাহারের জন্য মেঘনা গ্রুপের প্রতি আহবান জানিয়েছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আঁখি