ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২২:৫৯, ১৬ এপ্রিল ২০২৫

দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ছবি সংগৃহীত

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরি ইউনিয়নের রত্না নদীর তীর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আন্নর আলী (৬০) নামের এক নিরীহ ব্যক্তি। নিহত আন্নর আলী উপজেলার সোনামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনামপুর গ্রামের আরজত আলী ও রশিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে রত্না নদীর তীরে দুপক্ষ টেঁটা ও ফিকল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।

সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আন্নর আলীসহ তিনজন টেঁটাবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত আন্নর আলীকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন মন্দরি ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব মিয়া।

ঘটনায় আহত অন্য দুজন হলেন—উমর আলীর ছেলে মানিক মিয়া ও রশিদ মিয়া। তারা বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউপি সদস্য হাবিব মিয়া বলেন, “নিহত আন্নর আলী কোনো পক্ষের লোক ছিলেন না। সংঘর্ষ থামাতে গিয়ে তৃতীয় পক্ষ হিসেবে তিনি প্রাণ হারিয়েছেন।”

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

এসএফ 

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার