ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে

প্রকাশিত: ১১:২৫, ১০ এপ্রিল ২০২৪

৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে

আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। 

বুধবার (১০ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।  এ তথ্য জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। 

আরও পড়ুন : পরিচয় গোপন করে জাতীয় পুরস্কার পেতে আবেদন, পেলেন ‘তিরস্কার’

তিনি জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রতিদিন হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট ও বিভিন্ন খাদ্যসামগ্রী রপ্তানি হয়। 

এস

×