
সাগর উত্তাল হওয়ায় মাছ ধরা বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ে জেলেরা
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। ফলে সাগরে মাছ শিকার বন্ধ করে শত শত ট্রলার খাপাড়াভাঙ্গা নদীর মহিপুর-আলীপুরসহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। মহিপুর-আলীপুরের মৎস্য আড়ত ও বোট মালিকসহ জেলেরা এ খবর নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার থেকে সাগর উত্তাল হয়ে ওঠে। এর পরে রাতেই শত শত ট্রলার কিনারে ফিরতে শুরু করে। শুক্রবার দুপুরের মধ্যে অধিকাংশ ট্রলার ফিরেছে বলে জানায়। মহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা। তিনি আরও বলেন, কিনারে বসে মনে হয় আবহাওয়া ভালো। কিন্তু সাগর প্রচন্ড উত্তাল হয়ে আছে। মাছ ধরার পরিস্থিতি নেই। কিছুদিন পর পর সাগর কোনো ধরনের সতর্ক সঙ্কেত ছাড়াই উত্তাল হয়ে উঠছে। ফলে মাছ শিকার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইলিশের মৌসুমে এ কারণে জেলেরা লোকসানের কবলে পড়ছেন। শেখ রাসেল সেতুর ওপর দাঁড়িয়ে দুই দিকে তাকালে এখন খাপড়াভাঙ্গা নদীতে ভেড়ানো শত শত ট্রলারের লাইন দেখা যায়।