
মানচিত্র
কক্সবাজারের টেকনাফে পারভেজ (২২) নামের এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বসত-বাড়িতে ঢুকে তার পিতাকে ছুরিকাঘাত করে খুন করেছে। মঙ্গলবার সকালে মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি টেকনাফ সদর মৌলভীপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে বশির আহমদ (৫০)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, নিহত বশির আহমদের সঙ্গে তার বড় পুত্র পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করতো। পারভেজ টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার পিতার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বশির আহমদকে ছুরিকাঘাতে খুন করে।
আরও পড়ুন:চাঁদের বুকে সালফারের সন্ধান
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) নাসির উদ্দীন মজুমদার জানান, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গেলে পারভেজ পালিয়ে যায়।
এসআর