
গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ফাতেমা বেগম (৪৫) নামে এক নারীকে মারপিটের অভিযোগে মামলা দায়ের করার একদিন পর মঙ্গলবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ইসাহাক আলীকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ওই নারী বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জানুয়ারি ইসাহাক আলী সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত সোলেমান আলীর স্ত্রী ফাতেমা বেগমের জমি জবর দখলের চেষ্টা করে। তাকে বাধা দিতে গেলে মারপিট করে। পরবর্তীতে ৮ ফেরুয়ারি ওই নারী তার একটি জমিতে বোরো ধান রোপণ করছিলেন। এসময় ইসহাক আলী কয়েকজন লোক নিয়ে হামলা চালিয়ে মারপিট করে।
এসময় ইসাহাক তার বিরুদ্ধে ওই নারীর দায়ের করা পূর্বের একটি মামলা জিআর ২৭৩/০৬ তুলে নিতে চাপ প্রয়োগ করেন। ঘটনার পর পর ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই নারীর বাবার বাড়ি সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামে। এ ব্যাপারে ফাতেমা বেগম বলেন, ইসাহাক আলীর অত্যাচারে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে পারছি না। বিভিন্ন ভাবে আমার ওপরে অত্যাচার করছে। এ ব্যাপারে রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
এ ঘটনায় চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, এ বিষয়ে একাধিকবার বসা হলেও ইসাহাক আলী কোন কথা শুনছেন না।
এমএস