
কুপিয়ে জখম
রিক্সাভাড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মোঃ আলী হোসেন হাওলাদার(৩৫) নামে এক রিক্সাচালককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে সোহরাব হোসেন(৩৫) বখাটে এক যুবক। শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে বাউফল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই ওয়ার্ডের আক্কেল আলী কারিগরের বখাটে ছেলে সোহরাব হোসেন(৩৫) ও সোবাহান হাওলাদারের ছেলে রিক্সাচালক আলী হোসেনের সঙ্গে রিক্সাভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিক্সার যাত্রী সোহরাব হোসেন তার সঙ্গে থাকা ছুরি দিয়ে রিক্সা চালক আলী হোসেনকে জখম করে।
এ সময়ে আলী হোসেনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছি।’
এমএস