ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভোলায় বা‌সের চাপায় দুই ক‌লেজছাত্রীসহ নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১১:৫৭, ১৭ মার্চ ২০২৩

ভোলায় বা‌সের চাপায় দুই ক‌লেজছাত্রীসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনা

ভোলায় যাত্রীবা‌হী বা‌সের চাপায় বোরা‌কে থাকা দুই ক‌লেজছাত্রীসহ ৪ যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (১৭ মার্চ)  সকাল সোয়া ৯ টার দি‌কে ভোলার দৌলতখান উপ‌জেলা বাংলাবাজার সংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ‌্যাশন সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, দৌলতখান উপ‌জেলার জয়নহর ইউ‌নিয়‌নের জয়নগর গ্রা‌মের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্ব‌রের মে‌য়ে ও ক‌লেজ ছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মে‌য়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা আবুল কালাম (৫৫) । অপর একজনের নাম পাওয়া যায় নি।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নে সড়ক থে‌কে বোরা‌কে ক‌রে বাংলাবাজার যা‌চ্ছি‌লেন। বাংলাবাজার সংলগ্ন উত্তর এলাকার সড়‌কে আস‌লে বিপরীদ দিক থে‌কে আসা চরফ‌্যাশনগামী এক‌টি দ্রুত চা‌লিত যাত্রীবা‌হী বাস বোরাক‌টি‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হয় বোরা‌কের ৪ জন। এছাড়াও এ ঘটনায় বোরা‌কের চালকে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর বাস‌টি ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে গে‌ছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকীর হো‌সেন ৪ জন নিহত হওয়ার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পৌঁছে‌ছে। এছাড়াও বাস‌টি‌র চালক ও বাস‌টি আট‌কের চেষ্টা চল‌ছে।

এসআর

×