ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাদা ফুলের সমারোহ, পেঁয়াজ বীজে লাভের আশা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০১:০৯, ১৬ মার্চ ২০২৩

সাদা ফুলের সমারোহ, পেঁয়াজ বীজে লাভের আশা

বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামে পেঁয়াজ বীজ চাষ

দেশে পেঁয়াজের ঘাটতি ও চাহিদা পূরণে ঠাকুরগাঁওয়ের এক উদ্যোক্তা বিঘার পর বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করছেন। পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিকভাবে মৌ-মাছি না থাকায় বীজ উৎপাদনে মানুষের হাতের ছোঁয়ায় পরাগায়ণ করছেন। এতে স্থানীয়দের আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামে মোয়াজ্জেম হোসেনের মতো আরও অনেক কৃষক বিঘার পর বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনে চাষ করেছেন পেঁয়াজ।

দিগন্ত জুড়ে সাদা ফুলের বিপুল সমারোহ। বসন্তের হাওয়ায় দোল খাচ্ছে সজিব পেঁয়াজ ফুল। এ যেন সাদা ফুলের বন্যা। অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক মুনাফা হওয়ায় দিন দিন পেঁয়াজের বীজ আবাদ বাড়ছে এই জেলায়। অনুকূল আবহাওয়া আর সঠিক পরির্চযায় পেঁয়াজের বীজের ফলনও হচ্ছে ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, কৃষকদের বীজ উৎপাদনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে এই মসলা জাতীয় ফসলের উৎপাদন আরও বৃদ্ধি করা হবে এবং এর সঙ্গে মৌ-চাষকে সম্পৃক্ত করলে অনেক শ্রমিক ও কৃষক লাভবান হবেন বলে জানান তিনি।

×