ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়রের ঘটনার সাথে সরাসরি সরকার জড়িত: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ মার্চ ২০২৩

পঞ্চগড়রের ঘটনার সাথে সরাসরি সরকার জড়িত: মির্জা ফখরুল

মির্জা ফখরুল

পঞ্চগড়রে কাদিয়ানি সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এ ঘটনার জন্য সম্পূর্ণভাবে সরকারকে দায়ী করে এবং তথ্যমুন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদের কথা এখন আর কেউ বিশ্বাস করেন না বলে উল্লেখ করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পঞ্চগড়ের এঘটনায় তথ্যমুন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ সাবেক এমপি হারুন ও ব্যরিষ্টার রুমিন ফাহানাকে দায়ী করেছেন। এটি সর্বাত্ত্বক মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন। এই সরকার গয়েনদা বাহিনীকে ব্যবহার করে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারণা চালাচ্ছেন। এটাতে সরাসরিভাবে সরকার জড়িত। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই ঘটনা ঘটেছে এবং তার জন্য সম্পূর্ণভাবে দায়ী সরকার।  

 তিনি আজ সোমবার  সকালে  ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় সাংবাদিকদের এসব কথা বলেন । 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ়তার সাথে উল্লেখ করে বলেন, সাবেক এমপি হারুন ও ব্যরিষ্টার রুমিন ফাহানার মতো মানুষ তাদের ফেসবুক আইডিতে পঞ্চগড়ের ঘটনার এমন পোষ্ট করতে পারেন না। এটা ফেইক ফেসবুক আইডি থেকে করা হয়েছে। এটার উদ্দেশ্য তাদের ব্যক্তিগত ভাবমূর্তি ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করা এবং প্রকৃত ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করে আসল দোষীদের আড়াল করা। এর দায়দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। 

বিএনপি’র এই নেতা বলেন, পার্লামেন্টারি এক কমিটিতে আওয়ামীলীগও মতামত দিয়েছিল দেশে আরও দু’টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এছাড়াও হাইকোর্টে একটি রিড করা হয়েছিল সেখানে নয় জনকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে আটজনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকট এড়াতে একমাত্র সমাধান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। 

এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

টিএস

×