
গ্রেফতারকৃত যুবক নোমান মিয়া
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোমান মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়ন থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান। নোমান মিরাশী ইউনিয়নের নোয়াবাদ গ্রামের মকসুদ আলীর ছেলে।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় গত শুক্রবার পুলিশ ৬জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ইজিবাইকের যন্ত্রাংশ জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে রবিবার দুপুরে স্থানীয় লোকজন নোমানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার দেখিয়েছে।
ওসি রাশেদুল হক বলেন, নোমান মিয়া ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ইজিবাইক চুরির পর যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এমএস