ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পীরগঞ্জে আলুর বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় কৃষক

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৫:৪৯, ৫ মার্চ ২০২৩; আপডেট: ১৫:৫১, ৫ মার্চ ২০২৩

পীরগঞ্জে আলুর বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কায় কৃষক

আলুর বাম্পার ফলন

 

পীরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে আলুর উৎপাদন বেড়েছে। নায্য মূল্য বা দাম নিয়ে কৃষক শঙ্কায় রয়েছে। পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নে চলতি মৌসুমে লক্ষ্য মাত্রার চেয়ে অতিরিক্ত আলু উৎপাদন করেছে কৃষক। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবছর কৃষক আলু উৎপাদন বেশী করেছে। বিশেষ করে ডায়ামন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা জাতের উচ্চ ফলনশীল আলু কৃষকরা বেশী আবাদ করেছে। 

প্রতি কেজি বাছাই করা আলু ১০ টাকা দরে এবং ৮০ কেজি ওজনের এক বস্তা আলু ৮০০/৯০০ টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদনের খরচ হিসেবে আলুর দাম যথেষ্ট নয় বলে, আলু উৎপাদন কারী কৃষক আবুল হাসনাত, সলেমান আলী, ইউসুফ আলী ও সোহেল রানা, মোঃ সোনা মিয়া জানান। 

এছাড়া রবিবার ভাকুড়া, নারায়নপুর, চন্ডিপুর, পয়েন্ধা, বেগুনগাঁও, দূর্গাপুর, একান্নপুর, জাবরহাট, বৈরচুনা সহ বিভিন্ন গ্রামের আলু চাষীরা এ সংবাদদাতা কে জানান, আলুর ফলন ভালো হলেও সন্তোষজনক বা নায্য মূল্য কৃষক পাচ্ছে না এ বছর। 

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকরা উন্নতমানের আলুর বীজ রোপণ করায় আলুর বাম্পার ফলন হয়েছে। আলুর দাম মধ্যম পর্যায়ে রয়েছে। তবে কৃষকের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভবনা নেই। 

টিএস

×