ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পুরাতন ভবনে সাব-রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ১৬:২৩, ৪ মার্চ ২০২৩

পুরাতন ভবনে সাব-রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম

ভবন

সাব-রেজিষ্ট্রার অফিস সরকারি রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অথচ এই অফিসে নেই নতুন ও নিরাপদ ভবন। এছাড়া জনবল সংকটের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসে প্রতি বছর সরকারি রাজস্ব আদায়ের লক্ষ মাত্রার চেয়ে অতিরিক্ত রাজস্ব আদায় হয়ে থাকে। অথচ ২০ বছর ধরে এ অফিসে নতুন কোন ভবন নির্মাণ করা হয়নি। পুরাতন ও পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকরা কাজ করছেন। 

পাশাপাশি জমির ক্রেতা ও বিক্রেতা উভয়ে জীবনের ঝুঁকি নিয়ে জমির দলিল সম্পাদন করতে আসেন এই অফিসে। ভবনটির বিভিন্ন জায়গায় এবং ছাদের উপর ফাটল দেখা দিয়েছে। 

এছাড়া ছাদের উপরে দীর্ঘদিন ধরে গাছপালায় ভরে যাওয়ায় ছাদে পর্যাপ্ত সূর্যের তাপ না পাওয়ায় দিন দিন ভবনটির ছাদ ড্যামেজ হচ্ছে। যে কোন মুহূর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে বিদায়ী সাব-রেজিষ্ট্রার রবিউল আলম জানান, এ ভবনে আতঙ্কের মধ্যে কাজ করছি। জরুরি ভিত্তিতে ভবনটি নির্মাণ করা প্রয়োজন। যে কোন মূহুর্তে বড় ধরনের জানমালের অপূরণীয় ক্ষতি হতে পারে।

 এসআর

×