ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পীরগঞ্জে কিশোরী অপহরণ, গ্রেফতার ১

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ১৬:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

পীরগঞ্জে কিশোরী অপহরণ, গ্রেফতার ১

ম্যাপে ঠাকুরগাঁও 

পীরগঞ্জ উপজেলার মালগাঁও গ্রাম থেকে ১ কিশোরী অপহরণ হয়েছে। ওই গ্রামের জাহিরুল ইসলাম এর নাবালিকা কন্যাকে হাজীপুর ইউনিয়নের একান্নপুর গ্রামের মকলেসুর রহমান এর পুত্র সাকিব তাকে অপহরণ করেছে বলে থানায় দাখিল কৃত এজাহার থেকে জানা গেছে। 

গত ২২/০২/২০২৩ ইং তারিখ সকালে সাকিব ওই কিশোরীকে অপহরণ করায় কিশোরীর মা ফাইমা খাতুন পীরগঞ্জ থানায় অপহরণের মামলা করেন। মামলা নং- ২৭, তারিখ- ২৪/০২/২০২৩  ইং। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পীরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা গাবুর আলী সরদার, কনস্টেবল আরিফুল ইসলাম, কনস্টেবল শাবিনা আক্তার ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে কিশোরী কে উদ্ধার করাসহ সাকিব কে গ্রেফতার করে পীরগঞ্জ থানায় নিয়ে আসে। 

এই ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩, ধারা- ৭/৩০ অপহরণের ধারাটি সংযুক্ত করে মামলা হয়েছে। নাবালিকা/কিশোরীর ক্ষেত্রে ধর্ষণের বিষয়টি অপহরণের সাথে সম্পূরক। ফলে, ৭/৩০ ধারার সঙ্গে ৯ (১) ধারাটি যুক্ত হওয়া প্রয়োজন ছিল বলে ঠাকুরগাঁও জেলার সিনিয়র এডভোকেট নওশাদ আলী জানান।

 মামলার তদন্ত কারী কর্মকর্তা গাবুর আলী সরদার শনিবার এ সংবাদদাতা কে জানান, ভিমটিমের ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করার পর ধর্ষণের আলামত পাওয়া গেলে পুলিশ অভিযোগ পত্রে ধর্ষণের ধারাটি সংযুক্ত করে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট জমা দেওয়া হবে।
 

 

তাসমিম

×