ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নীলফামারী সরকারি কলেজে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২১:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৩

নীলফামারী সরকারি কলেজে পিঠা উৎসব

সরকারি কলেজের কাশফুল সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে পিঠা উৎসব

ভাপা, চিতই, চন্দ্র পুলি, পাটি সাপটা, নকশি, দুধপুলি, রসপিঠাসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। গ্রামবাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখতে নীলফামারী সরকারি কলেজে বুধবার সকাল থেকে দুই দিনব্যাপী শুরু হয়েছে পিঠা ও বসন্ত উৎসব। নীলফামারী সরকারি কলেজের কাশফুল সাংস্কৃতি অঙ্গনের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন কলেজটি অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম। উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন কলেজের শিক্ষক ও অতিথিরা। ১৬টি স্টল প্রায় একশ’ ধরনের পিঠা ছিল। প্রতিটি স্টলে দর্শনার্থী ও ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। করোনার পর আবারও এ উৎসব অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থীরা।

×