ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

কারাদন্ড

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আনোয়ার আলী উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের রজব আলীর ছেলে ও গ্যানিংগঞ্জ বাজারে রুমেনা এন্টারপ্রাইজের মালিক। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সন্ধ্যায় ইউএনও পদ্মাসন সিংহ বলেন, আনোয়ার আলী সিনজেনটা কোম্পানির কীটনাশকের মোড়কে ভেজাল কীটনাশক বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালতে হাতেনাতে আটকের পর তাকে তিন মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।

 

এমএস

×