ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে শুরু অমর একুশে বইমেলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রামে শুরু অমর একুশে বইমেলা

উদ্বোধনের পর বইপ্রেমীরা পছন্দের বই খুঁজছেন

চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরের ১ লাখ ২ হাজার ৩শ’ বর্গফুট এলাকাজুড়ে ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে এ বইমেলা। এতে অংশ নিচ্ছে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলার ১০৮ প্রকাশনা সংস্থা। বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আনুষ্ঠানিক উদ্বোধনের পরই মেলার কার্যক্রম শুরু হয়ে যায়। প্রথম দিনেই আগ্রহী বইপ্রেমীদের বিপুল উপস্থিতি পরিলক্ষিত হয়, যদিও সব স্টল এখনো পুরোপুরি সাজেনি। তবে কোভিড মহামারির কারণে আগের দুই বছর সেভাবে মেলার আয়োজন না হওয়ায় এবার বেশ জমজমাট রূপ ধারণ করবে বলে আশা করছেন আয়োজকরা। আবহাওয়াও যথেষ্ট অনুকূল রয়েছে। মেলায় সকল ধরনের বই-ই থাকবে। তবে মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় সম্প্রীতিবিরোধী কোনো ধরনের বই উপস্থাপন করা যাবে না বলে নির্দেশনা রয়েছে।

আরো পড়ুন  

×