
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
দেশীয় সংস্কৃতি-চর্চা জোরদার করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, সাংস্কৃতিক কর্মকান্ড মানুষের সামাজিক মেলবন্ধনকে সুদৃঢ় করে। সব ধরনের গোঁড়ামি ও কুপমুন্ডকতাকে পাশ কাটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে।
তিনি আরও বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসি-গানে মুখরিত এমনই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। তাঁর স্বপ্নের পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে।
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদ আয়োজিত দু’দিন ব্যাপী লোকসঙ্গীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বক্তৃতার আগে তিনি ঢাক বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব সঞ্জয় সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি সারওয়ার কামাল রবিন, উদীচীর সাধারণ সম্পাদক অসিত ঘোষ ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান খান প্রমুখ।
উদ্বোধনের পর উদীচীর শিল্পীরা লাঠিনৃত্য, ঢাকনৃত্য, ধামাইল গান, সমবেত গান এবং লোকসঙ্গীত পরিবেশন করেন। এরপর রাত ১২টা পর্যন্ত বাউলগান পরিবেশন করেন: বিশিষ্ট বাউলসাধক সিরাজ উদ্দিন খান পাঠান, আবুল বাশার তালুকদার, সাফিয়া, বাবুল মিয়া, আব্দুর রাশিদ, ফকির চান, রব মিয়া, নকুল সরকার, রতন সরকার, সবুজ বাউল, সুজন বাউলা, শরিফ মিয়াসহ আরও অনেকে।
এমএস