ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিট কয়েনে ১২ লাখ লোকসান, শশুরবাড়িতে আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ঢাকা

প্রকাশিত: ১৯:৫৬, ১৬ জানুয়ারি ২০২৩

বিট কয়েনে ১২ লাখ লোকসান, শশুরবাড়িতে আত্মহত্যা

মানচিত্র

আশুলিয়ায় শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে হাবিবুর রহমান (২৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রবিবার (১৬ জানুয়ারি) রাতে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর বাগেরহাটের মোংলা থানা এলাকার আবুল হোসেনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, গত তিন মাস আগে মোংলা এলাকার মহিবুল্লাহ খানের মেয়ে অনিকা তাবাচ্ছুমের সঙ্গে বিয়ে হয় হাবিবুরের। সম্প্রতি বিট কয়েনের ব্যবসা করে ১২ লাখ টাকা লোকসানে পড়ায় দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। 

সেই সঙ্গে রবিবার রাতে স্ত্রী অনিকাকে সঙ্গে নিয়ে যাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে হাবিবুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার এসআই আবজালুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ,তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

 

 এসআর

সম্পর্কিত বিষয়:

×