
সূর্য
চুয়াডাঙ্গায় গেল এক মাস পর তাপমাত্রা বাড়লেও সকাল থেকে সূর্যের দেখা নেই। ফলে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের অর্দ্রতা ভোর ৬ টায় ১০০ শতাংশ হলেও পরে সকাল ৯ টায় ৯৯ শতাংশ ছিল। ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা ২০০ মিটার।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিসিৎসা নিতে আসা ৭৫ বছর বয়সী রেনু বেগম বলেন, বিগত বছরে তুলনায় এ বছর শীতের তীব্রতা বেশি।
৫০ বছর বয়সী রিক্সাচালক শুকুর মণ্ডল বলেন, ১০-১৫ বছর যাবত এ জেলায় শীত একটু বেশী লাগে। তবে এ বছর শীত খুব তীব্র। কাজ করাই যাচ্ছে না।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, ভৌগোলিক কারণে হিমালয় থেকে আসা বায়ুর একটি অংশ শীতের সময় দেশের উত্তর-পশ্চিম অংশ চুয়াডাঙ্গা দিয়ে বয়ে যায়। যার কারণে এই হিমেল বাসাতে শীতের তীব্রতা জানান দেয়।
এসআর