ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ, আটক ২ 

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ১৫:৩২, ১১ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৫:৩৪, ১১ জানুয়ারি ২০২৩

পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ, আটক ২ 

আটক ২ যুবক

লালমনিরহাট জেলা শহরে পাথর বোঝাই একটি ট্রাকের ভিতর হতে ৮০ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আটক আটক যুবকরা হলেন- হোসাইন আহমেদ (২৮) ও আব্দুল সাদ্দাম (২২)। বুধবার (১১ জানুয়ারি) সকালে লালমনিরহাট সদর থানা পুলিশ আদালতে সোপর্দ করেছে। 

মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার মহেন্দ্রনগরে ১টি পেট্রোল পাম্পের সামনের রাস্তায় রংপুর লালমনিরহাট মহাসড়কে গোপন সংবাদদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা এসব বিদেশি মদ উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের অপরাধে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। 

আটক যুবকরা হলেন- হোসাইন আহমেদ ও আব্দুল সাদ্দাম। তারা ঢাকা জেলার বাসিন্দা। পাথর বোঝাই ট্রাকে তল্লাশি করলে বিশেষ কায়দায় রাখা পাথরের নিচে হতে ৮০ বোতল বিদেশি মদ বোতল উদ্ধার হয়। এগুলো লুকিয়ে রাখা হয়ে ছিল। 

মাদক পাচারে জড়িত দুই জনকে আটক করা সহ ট্রাকটি জব্দ করা হয়েছে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু জাফর জানান, আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতে পুলিশে সোপর্দ করা হয়। 

সদর থানার ওসি আশরাফুল আলম জানান, আটক দুই জনকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

 এসআর

×