ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেরশ্রী গণহত্যা দিবস আজ

সংবাদদাতা, ঘিওর, মানিকগঞ্জ

প্রকাশিত: ২১:৩৭, ২১ নভেম্বর ২০২২

তেরশ্রী গণহত্যা দিবস আজ

মানিকগঞ্জের ঘিওরে তেরশ্রীতে ৪৩ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

আজ ২২ নভেম্বর। ঘিওরের তেরশ্রী গণহত্যা দিবস। পাক হানাদার বাহিনী ও এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সদস্যরা ১৯৭১ সালে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের তৎকালীন জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীকে হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ জানতে চাওয়াতে ঘাতকরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে তেরশ্রী কলেজের তৎকালীন অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ গ্রামবাসীকে। দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হওয়ার পরও নিহতদের পরিবারের খোঁজ-খবর কেউ রাখেনি, এমনকি বিচারও হয়নি এই জঘন্যতম হত্যাকাণ্ডের।

×