ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৮ ডাকাত সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৮, ২৬ অক্টোবর ২০২২

চট্টগ্রামে ৮ ডাকাত সদস্য গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর পুরনো রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, জয় বড়ুয়া (২১), মো. সোহেল (২৪), মো. জুনায়েদ (২৩), মো. বাচ্চু ওরফে বুলেট (৩৪), শহিদ হাওলাদার (৩৪), মো. রাসেল (২৪), মো. জাকির (২৯) এবং মনির হোসেন (১৯)।

তাদের মধ্যে জয় বড়ুয়ার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১০টি মামলা, সোহেলের বিরুদ্ধে ৩টি, বুলেটের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি, শহিদ হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির একটি এবং রাসেলের বিরুদ্ধে ডাকাতি ও দ্রুত বিচার আইনের দুটি মামলা আদালতে বিচারাধীন বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরনো রেল স্টেশনের গ্রামীণ মাঠের শৌচাগারের পাশে রবিবার রাত ১১টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনার বিষয়েও নতুন আরেকটি মামলা হয়েছে।

গ্রেফতারদের বুধবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

টিএস

সম্পর্কিত বিষয়:

×