ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়ায় ইলিশ শিকার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:১৭, ১২ অক্টোবর ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়ায় ইলিশ শিকার

নিষেধাজ্ঞা অমান্য করে অধিকাংশ জেলে নদীতে মাছ শিকার করেন।

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার। মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার  ৭ আক্টোবর থেকে ২৮ আক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ  শিকার নিষিদ্ধ ঘোষণা করেন। 

জানা গেছে, বাউফলের প্রায় ৫ হাজার জেলে রয়েছে। যারা তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞা কালীন সরকার এসব জেলেদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে অধিকাংশ জেলে নদীতে মাছ শিকার করেন। বাউফলের তেঁতুলিয়া নদীর ৪০ কিলোমিটারের মধ্যে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। 

বুধবার সরেজমিন তেঁতুলিয়া নদীর নিমদি, কচুয়া, শৌলা পয়েন্টে দেখা গেছে, কয়েকশ জেলে নৌকা মাছ শিকার করছেন। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘন্টা অবস্থাকালীন কোস্ট গার্ডসহ কোন টহল টীম চোখে পরেনি। 

ওই সময়ের মধ্যে জেলেরা দুই দফায় জাল ফেলে ইলিশ শিকার করেছেন। মোবাইল ফোনের  মাধ্যমে ইলিশ মাছ কেনা বেচা হচ্ছে । মোবাইল ফোনে কল পাওয়ার পর বিক্রেতারা মটর সাইকেলযোগে নিরাপদ স্থানে মাছ পৌঁছে দেন। আবার ক্রেতারা নিদিষ্ট স্থান থেকে মাছ কিনে নিচ্ছেন।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম সাংবাদিকদের বলেন, আমরা দিন রাত তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছি। এখন তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে অবস্থান করছি। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তেঁতুলিয়া নদীর এক পয়েন্টে যখন অভিযান চালাই, তখন অসাধু  জেলেরা অন্য পয়েন্টে জাল ফেলে ইলিশ শিকার করছেন। জনবল সংকটের কারণে যথাযথভাবে অভিযান পরিচালনা করা যাচ্ছে না। এ ব্যাপারে জনগন ও জনপ্রতিনিধি সকলের সচেতন হওয়া উচিত।

এসআর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার