ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের দায়ের কোপে পুলিশ সদস্য আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৯:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৯:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২২

রোহিঙ্গাদের দায়ের কোপে পুলিশ সদস্য আহত

পুলিশ সদস্য

রোহিঙ্গাদের দায়ের কোপে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত সাইদুল ইসলাম এপিবিএন এর সদস্য। বর্তমানে তিনি রোহিঙ্গা ক্যাম্প বালুখালী-৭ এ কর্মরত আছেন। 

জানা যায়, ১৭ সেপ্টেম্বর দুপুরে ক্যাম্প কিছু রোহিঙ্গা উশৃঙ্খল আচরন করলে তাদের নিষেধ করে পরিবেশ শান্ত করতে বলে। এসময় কয়েকজন রোহিঙ্গা পেছন থেকে এসে তাকে দা দিয়ে কোপ দেয়। এ সময় এপিবিএন সদস্য সাইদুলের হাতে বেশ কয়েকটি কোপ লেগে রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এনজিওর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালের আনা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার খবর শুনে হাসপাতালে এসেছি। এখনও বিস্তারিত কিছু জানিনা। আহত পুলিশ সদস্যের জন্য রক্তের ব্যবস্থা করা হচ্ছে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×