ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সীমান্তে মিয়ানমারের মর্টার শেল হামলায় নিহত ১, আহত ৫ 

প্রকাশিত: ২২:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২২

সীমান্তে মিয়ানমারের মর্টার শেল হামলায় নিহত ১, আহত ৫ 

মিয়ানমারের মর্টার শেল হামলা

আবারো বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইকবাল নামে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রুর নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইকবাল ও আহতরা তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা। তাদের কে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত ৮টার দিকে হঠাৎ মর্টার শেল আঘাত হানে। পর পর তিনটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় ইকবালসহ ছয়জন আহত হলে হাসপাতালে নেওয়ার পথে ইকবারের মৃত্যু হয়। 

এর আগে আজ দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু মিয়ানমার সীমান্তে ‘ল্যান্ড মাইন’ বিস্ফোরণে অন্য থাইন চাকমা (২২) নামে এক যুবকের পা উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এমএইচ

×