ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নদীতে ইলিশ স্বল্পতা, ভোলার জেলে পল্লীতে হতাশা

সংবাদদাতা, লালমোহন, ভোলা

প্রকাশিত: ০০:৫৫, ১৭ আগস্ট ২০২২

নদীতে ইলিশ স্বল্পতা, ভোলার জেলে পল্লীতে হতাশা

কাক্সিক্ষত ইলিশের আশায় জাল গুছিয়ে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি

একদিকে বেড়েছে জ্বালানি তেলের দামঅন্যদিকে নদীতে মিলছে না কাক্সিক্ষত ইলিশএ নিয়ে ধার-দেনায় জড়িয়ে পড়ছে ভোলার লালমোহন উপজেলার জেলেরাচরম হতাশা দেখা দিয়েছে উপজেলার জেলে পল্লীগুলোতেএ যেন জেলেদের নীরব কান্না! উপজেলা মস্য অফিসের হিসেবে লালমোহনে মোট নিবন্ধিত জেলের সংখ্যা ২৩১৭৮তবে এর প্রকৃত সংখ্যা আরও অধিক

উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকার জেলে শহিজল হক বলেন, নদীতে তেমন ইলিশ পাওয়া যাচ্ছে নাসাগরে কিছু ইলিশ থাকলেও তেলের দাম বৃদ্ধির কারণে সাগরে গিয়ে যে ইলিশ পাওয়া যায় তাতে প্রতিবার ফিরে দেখা যায় লাভের চাইতে লোকসানের পরিমাণই বেশিকাক্সিক্ষত ইলিশ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় রয়েছি৪টি এনজিওতে ঋণ রয়েছেমাস শেষে ঠিকমতো কিস্তি দিতে পারছি নাউপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ বলেন, পলি জমার কারণে নদীতে গভীরতা কমে গেছে, সেই সঙ্গে স্রোতও কমেছেফলে মাছ নদীতে আসতে পারছে না

×