ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে পশুর হাটে

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ১৬:০৩, ৪ জুলাই ২০২২; আপডেট: ১৭:২৯, ৪ জুলাই ২০২২

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে  জরিমানা

নওগাঁ ধামইরহাট পশুর হাটে অতিরিক্ত টোল নেয়ার অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব হাসান খান

নওগাঁর ধামইরহাটে ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার সর্ববৃহৎ ধামইরহাটে কোরবানির পশু গরু ছাগল বেচা-কেনাতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ হাট ইজারাদারের অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এলাকাবাসীর অভিযোগ সরকারীভাবে গরু ছাগল বেচা কেনায় টোল রেট যতই বাড়ছে ততই বৃদ্ধি পাচ্ছে ইজারাদারের পক্ষ থেকে তারাও মনগড়াভাবে অতিরিক্ত টোল আদায় করছে। এদিকে পশু হাটের ক্রেতা ও বিক্রেতা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছে।

রবিবার নওগাঁ জেলার অন্যতম বৃহৎ পশুর হাট বসে ধামইরহাটে। সরকারিভাবে হাট বাজারের নতুন টোল রেট অনুসারে ১টি গরু কিনলে খাজনা দিতে হবে ৫শ’ টাকা, পূর্বের রেট ছিল ৪শ’ টাকা। ১টি ছাগল কিনলে খাজনা দিতে হবে ২শ. টাকা, পূর্বের রেট ছিল ১শ’ ৫০টাকা। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে এই হাটে ১টি গরু কিনলে টোল নেয়া হচ্ছে ৭শ’ টাকা এবং যিনি বিক্রি করেন তাকে লেখনি বাবদ দিতে হচ্ছে একশ’ টাকা। অপরদিকে ১টি ছাগল বিক্রি হলে টোল নেয়া হয় ৪শ’ টাকা। পূর্বে নেয়া হতো তিনশ’ টাকা। কিন্তু খাজনার রশিদে কোন টাকার উল্লেখ করা হয়না।

 

×