ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পবিপ্রবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:৩০, ২৩ মে ২০২২

পবিপ্রবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ০৩ দিন ব্যাপি ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয় কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া। সিএসই অনুষদের প্রফেসর ড. এস.এম তাওহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তৃতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দেশ ও সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে সচ্ছতা এবং দ্রুত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থাৎ মানবিক সমাজ প্রতিষ্ঠিত করতে ই-নথি কার্যক্রম অতি দ্রুততার সাথে আয়ত্ত্ করে তার বাস্তবায়ন করতে হবে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২০ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
×