ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১ মাসে কোটি টাকার ক্ষতি

বাগেরহাটে ফের মৎস্য ঘেরে দুর্বৃত্তের বিষ

প্রকাশিত: ২১:২৬, ১৯ মে ২০২২

বাগেরহাটে ফের মৎস্য ঘেরে দুর্বৃত্তের বিষ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোল্লাহাটে আবারও বুধবার রাতে ৪ টি মৎস্য ঘেরে দুর্বত্তরা বিষ দিয়েছে। উপজেলার রাজপাট ও দারিয়ালা গ্রামে এ ঘটনায় কমপক্ষে ১৩ লক্ষ টাকার চিংড়িসহ বিভিন্ন জাতের সাদা মাছ মরে গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা হলেন, রাজপাট গ্রামের হারুণ শেখ, আশকার শেখ, আহাদ সিং ও দারিয়ালা গ্রামের অহিদ শিকদার। এদিকে, কাহালপুর গ্রামে নাসির মিয়ার মৎস্য ঘেরে বিষ দিয়ে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি নাসির মিয়া জানান, তার পঞ্চাশ বিঘা জমির একটি মৎস্য ঘেরে রাতে দুর্বৃত্তরা বিষ দেয়। সকলে গিয়ে তিনি দেখেন ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে।’ এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন । এদিকে, রাপালের চাকশ্রী গ্রামের নাহিদ তালুকদারের ঘেরে রাতে অনুরূপ দুর্বৃত্তের বিষে ১০ লাখ টাকার মাছ মরে গেছে। ক্ষতিগ্রস্থ ঘের মালিক নাহিদ জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ তার ঘেরে গভীররাতে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি । এ নিয়ে গত এক মাসে বাগেরহাটে অন্তত: ২০ টি মৎস্য ঘেরে বিষ দিয়ে দুর্বৃত্তরা কমপক্ষে এক কোটি টাকার ক্ষতি করেছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা হলেন, কাহালপুর গ্রামের নাসির মিয়া, দারিয়ালা গ্রামের আশরাফ মোল্লা, জসিম মোল্লা, অহিদ শিকদার, জাবের মোল্লা, টিপু মোল্লা, ইনছান, কুলিয়া গ্রামের লাভলু মোল্লা, আকতার মোল্লা, গাউস মোল্লা, রাজপাট গ্রামের হারুণ শেখ, আশকর শেখ, আহাদ সিং, ছোট কাচনা গ্রামের হুমায়ুন মোল্লা, চাকশ্রীর নাসির মিয়া-সহ আরো অনেকে। ক্ষতিগ্রস্থ এ সকল চাষি এখন হাপিত্যেশ করছেন। তবে এ পর্যন্ত কোন দুর্বৃত্তকে পুলিশ আটক করতে পারেনি।
×