ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ২০ কিলোমিটার যানজট

প্রকাশিত: ১৬:১০, ২২ জুন ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ২০ কিলোমিটার যানজট

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি ॥ দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফের দাউদকান্দি অংশে ঢাকাগামী লেনে ২০ কিলোমিটার সড়কজুরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। করোনা মহামারি থেকে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে সাত জেলায় লকডাউন ঘোষণা করায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানান। যানজটের কবলে পড়ে যাত্রীদেরকে পোহাতে হয় সিমাহীন দুর্ভোগ। বিশেষ করে যাত্রীরা ছোট শিশু, ভারী মালামাল, ব্যাগ ও এ্যাম্বুলেন্সে রোগীদেরকে নিয়ে পড়েন চরম বিপাকে। নাইট কোচের দূরপ্লালাগামী যানবাহনের যাত্রীদেরও পোহাতে হয়েছে চরম দুভোর্গ। যানজটের কারনে যাত্রীরা সঠিক সময়ে পৌছতে পারেনি তাদের গন্তব্যস্থানে। যাত্রীদের ১ ঘন্টার পথ যেতে সময় লেগেছে ৩/৪ ঘন্টার ও বেশী। আজ মঙ্গলবার ভোর থেকে লকডাউন কার্যকর রাখতে হাইওয়ে পুলিশ মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার বলদাখাল নামক এলাকায় তল্লাশিচৌকি বসিয়েছে। ফলে এই যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি জহুরুল হক জানান, রাজধানীর পাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করায় আমরা মহসড়কের দাউদকান্দি বলদাখাল এলাকায় চেকপোষ্ট বসিয়েছি। যাতে করে গণপরিবহন মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকা জেলায় ঢুকতে না পারে। এছাড়া ভোরে টোলপ্লাজা এলাকায় একটি বাস দূর্ঘটনার কারনে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এদিকে এ রির্পোট প্রেরন পর্যন্ত যানজট কিছুটা কমে ধীরগতিতে গাড়ি চললেও দূরপ্লালার যাএীবাহী বাস ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা যায়।
×