ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লেবু গাছের সঙ্গে টমেটোসহ সবজি চাষে সাফল্য

প্রকাশিত: ১৩:০৩, ৯ মার্চ ২০২১

লেবু গাছের সঙ্গে টমেটোসহ সবজি চাষে সাফল্য

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ লেবু গাছের ফাঁকে ফাঁকে টমেটোসহ বিভিন্ন সবজি চাষে সাফল্য পেয়েছেন চাষি সুদেশ দেবমর্বা। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কালিগজিয়া পাহাড়ি এলাকার পতিত প্রায় ২ একর জমি আবাদ করে এ চাষি লেবু বাগান গড়ে তুলেছেন। তিনি কৃষি বিভাগের পরামর্শক্রমে লেবু চাষের সাথে পরিকল্পনা করেন সবজি চাষ করেন। সিদ্ধান্তক্রমে তিনি লেবু গাছের ফাঁকে ফাঁকে টমেটো, বাধাকপি, লাউ, ডাটা শাক চাষ করেন। গরুর গোবর ও সার প্রয়োগ করে এসব চাষে সাফল্য এসেছে। আর অনেক সময় কিছু পরিমাণে পানি দিতে হয় এসব চাষে। বিষমুক্ত হওয়ায় পাইকারী ক্রেতারা পাহাড়ে এসে এসব সবজি ক্রয় করে নিচ্ছে। অনেক সময় এ চাষি সবজিগুলো স্থানীয় বাজারেও নিয়ে বিক্রি করছেন। এ চাষি জমি থেকে প্রতিদিনই কোন না কোন ফসল সংগ্রহ করছেন। নিজেদের খাবারের পাশাপাশি এসব সবজি বিক্রি করে এ মৌসুমে প্রায় দেড় লাখ টাকা আয় করেছেন। বাকী সময়ে আরো সবজি বিক্রি করে আয় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করে চাষি সুদেশ দেববর্মা বলেন, কৃষি বিভাগের সঠিক পরামর্শে তার চাষাবাদে বিরাট সাফল্য এসেছে। বিষমুক্ত চাষাবাদ করতে পেরে এ চাষি গর্বিত। পাইকারী টমেটো ক্রেতা সিরাজ মিয়া বলেন, কালিগজিয়ার চাষকৃত সবজি বিষমুক্ত। তাই ক্রেতাদের কাছে জনপ্রিয়। এসব সবজি বিক্রি করে যেমনটা লাভবান হওয়া যায়। তেমনি ক্রেতারা ক্রয় করে নিয়ে খেয়ে সঠিক উপাদান পাচ্ছে। স্থানীয় বাসিন্দা সুধাংশু দেববর্মা, গংগেশ দেববর্মা ও অরুণ দেববর্মা জানান, সুদেশ দেববর্মার লেবু বাগানে সবজি চাষে উৎসাহিত হয়ে তারাও নিজ নিজ জমি আবাদ করে সবজি চাষ করে সাফল্য পেয়েছেন। এ সবজি বিক্রির পাশাপাশি নিজেদের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। ডুবাঐ কৃষি ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি অফিসার প্রণব মজুমদার বলেন, বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না। দেশেই আয় রোজগার করে সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব। তার প্রমাণ সুদেশ দেববর্মা। তিনি পাহাড়ি পতিত জমি আবাদ করে লেবু বাগানে সবজি চাষে সাফল্য পেয়েছেন। উপজেলা কৃষি অফিসার মোঃ আবদুল আউয়াল বলেন, পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসে। এর প্রমাণ দিতে চাষি সুদেশ দেববর্মা পতিত জমি আবাদ করে লেবু বাগান গড়ে তুলেছেন। এ বাগানে লেবুর পাশাপাশি টমেটো, লাউ, বাধাকপি, ডাটা শাকসহ বিভিন্ন ধরণের সবজি চাষ হচ্ছে। চমৎকার ফলন আসছে।
×