ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাত

প্রকাশিত: ১৫:১১, ২৪ জানুয়ারি ২০২১

প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ১৫ মাসের প্রায় ৯ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, প্রতি মাসে ওই বিদ্যালয়ের বিদ্যালয় প্রদত্ত বেতন-ভাতায় শিক্ষক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের জন্য মূল বেতনের শতকরা ২০ভাগ যুক্ত করে বিল পাস হয়। বিধি মোতাবেক তা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক একাউন্টে জমা দেয়ার বাধ্যবাদকতা রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত গত ১৫ মাসে প্রায় ৯ লাখ টাকা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক একাউন্টে জমা না দিয়ে আত্মসাত করেছেন। টাকা আত্মসাতের বিষয় অস্বীকার করে প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত জানান, বিদ্যালয় প্রদত্ত মাসিক বেতন ভাতায় মূল বেতনের ২০% যুক্ত করে বেতন বিল পাশ হয়। তবে ওই টাকা কোথায় তিনি সদোত্তর দিতে পারেননি। তার ও স্বজনদের কাছে অপদস্ত হবার ভয়ে শিক্ষক-কর্মচারীদের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। এ ব্যাপারে তদন্তক্রমে বিধিমোতাবেক ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষিত ও যুব সমাজ।
×