ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১৩:৩৩, ২০ জানুয়ারি ২০২১

ফটিকছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ উপজেলার হাসনাবাদ রেঞ্জের আওতায় তারাখোঁ বিটে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করেছেন বন বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার দিনভর ব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী এবং হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা আব্দুল কুদ্দুস, বিট কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। এই উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তারা অবৈধভাবে নির্মিত ফাঁকা ঘর ভেঙ্গে দেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুধু তাঁরাখো বন বিটে নয়, উপজেলার বিভিন্ন বন বিভাগের জায়গায় প্রতিনিয়ত অবৈধ স্থাপনা গড়ে উঠছে। কিছু অসাধু কর্মকর্তার কারণে এ জায়গা দখল হচ্ছে বলে সচেতন মহলের দাবি। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
×