ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাটোরের গুরুদাসপুরে দুই কাউন্সিলরের মধ্যে হাতাহাতি

প্রকাশিত: ১৬:০২, ১৬ জানুয়ারি ২০২১

নাটোরের গুরুদাসপুরে দুই কাউন্সিলরের মধ্যে হাতাহাতি

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের গুরুদাসপুর পৌরসভায় নির্বাচন চলাকালীন সময় দুই কাউন্সিলর এবং কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় মধ্য পাড়া এলাকায় ৭ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীরা জানান, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এমদাদুল হক (ডালিম মার্কা) কেন্দ্রে যাওয়ার সময় একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম সোনার এর কর্মী এমদাদুল হকের পায়ে পা তুলে দেন। এসময় উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে উল্লেখিত দুই কাউন্সিলর এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সেখানে রিটার্নিং কর্মকর্তা ইউএনও তমাল হোসেন এবং মোতায়েন করা পুলিশ সদস্যরা দুই কাউন্সিলর এবং তাদের কর্মী সমর্থকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে গুরুদাসপুর পৌরসভায় দু-একটি বিচ্ছিন্ন হাতাহাতির ঘটনা ঘটলেও ভোটকেন্দ্রে এর কোন প্রভাব পড়েনি। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভীড় চোখে পড়ার মত। দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রিটার্নিং কর্মকর্তা তমাল হোসেন জানান, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অতিরিক্ত ফোর্স কাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এছাড়া প্রায় ১২ কেন্দ্রে প্রায়৭০-৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
×